মানুষ পৃথিবীতে বসবাস শুরুর সময়কাল থেকেই বিভিন্ন রকম প্রতিকুলতার বিরুদ্ধে যুদ্ধ করে বেচে আছে, এখন আমাদের পৃথিবী যতটা শান্তিময় এবং বসবাসযোগ্য জায়গা মানুষের জন্যে, সৃষ্টির শুরুর দিকে পৃথিবী এতটা নিরাপদ ছিল না মানুষের জন্যে। বিভিন্ন প্রাণীকে নিজেদের বশে এনে মানুষ আজ পৃথিবীর সকল কিছুর উপর নিজেদের নিয়ন্ত্রণ এনেছে। মানুষ সামাজিক জীব , সমাজে একজন মানুষ অন্য একজন মানুষের উপর নির্ভর করে আমাদের সমাজ ব্যাব¯ ’া সৃষ্টি। এত কিছুর মাঝেও মানুষ আজ অস্তিত্তহীনতায় ভুগছে, মানুষের সবচেয়ে বড় শত্র“ হচ্ছে মানুষ নিজেই। পৃথিবী দিনকে দিন যত আধুনিক হচ্ছে মানুষের মাঝে শত্র“তার ধরণ ততই পরিবর্তন হয়ে আধুনিক রুপ নিচ্ছে। বর্তমান সময়ে কোন মানুষের সাথে শত্র“তা সৃষ্টি হলে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার বিষয়টি খুব বেশি লক্ষ্য করা যায়। দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক নিরাপত্তা আইন রয়েছে। আমাদের দেশে এই সামাজিক নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠার বিষয়টি বেশি দিন আগের নয় । তবে দিনকে দিন আমাদের দেশের সামাজিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে সকলের সামনে। এই সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে সর্বশেষ যে আইনটি প্রনয়ণ করেন,তা হলো ডিজিটাল নিরাপত্তা আইন।
বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে আইনটি তা হচ্ছে “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার করার জন্যে আলাদা আদালত রয়েছে , যা সাইবার ট্রাইব্যুনাল নামে পরিচিত বাংলাদেশে । বাংলাদেশে বর্তমানে মোট ৮ টি সাইবার ট্রাইবুনাল রয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের ভালো মন্দ দুই দিকই আমাদের সমাজে পরিলক্ষিত হলেও ,এই আইনের মধ্যে দিয়ে আমাদের জন্যে সুফলই বেশি পরিলক্ষিত হয়। একজন মানুষের ব্যক্তিগত তথ্য স¤পর্কিত বিষয় এবং স¤পদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আইনটি প্রণয়ন করেছে সরকার।
ডিজিটাল নিরাপত্তা আইনের গুরুত্ব
একজন মানুষের ব্যক্তিগত তথ্য বিশেষ করে তার ছবি, ব্যাংক হিসাব লেনদেনের তথ্য , ইমেইলের তথ্য , অর্জিত স্থাবর অস্থাবর স¤পদের তথ্য চুরি , জালিয়াতিসহ , ইলেক্ট্রনিক মাধ্যম এবং গণমাধ্যমে ভুল এবং মিথ্যা তথ্য প্রচার প্রকাশনা স¤পর্কিত নীতিমালা নিয়ে এ আইনে বিস্তারিত আলোচনা রয়েছে, শাস্তির বিধান জেল অর্থদণ্ড সহ সকল কিছু নিয়ে
বিস্তারিত আলোচনা রয়েছে।
কোন ব্যক্তির ব্যক্তিগত ছবি তার অনুমতি ব্যতীত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য কোথাও ব্যবহার
করলে এই আইনের দ্বারা তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
কোন ব্যক্তির ইমেইল হ্যাক করে তার ব্যক্তিগত তথ্য তার অনুমতি ব্যতীত ব্যবহার কিংবা চুরি করলে এই আইনের দ্বারা তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে বিনা অনুমতিতে প্রবেশ করলে কিংবা হ্যক করে তথ্য চুরি করলে এই আইনের দ্বারা তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
কোন ব্যক্তির মোবাইল কিংবা ক¤িপউটার থেকে তার সংরক্ষিত তথ্য, ছবি , নকশা তার অনুমতি ব্যতীত নেয়া কিংবা ব্যবহার করলে এই আইনে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
দেশের কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ এবং সরকার নিয়ে কোন বিরূপ মন্তব্য করলে এই আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
কোন সরকারি প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য সরবারহ করলে এই আইনে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে ।
কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নিয়ে ব্যঙ্গ , কুৎসা , মানহানিকর তথ্য প্রকাশ করলে এই আইনে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
সরকারের কোন ব্যক্তিগত তথ্য সরকারের অনুমতি ব্যতীত সংগ্রহ করলে এই আইনে তা
শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
আধুনিকভাবে দেশকে সামাজিক নিরাপত্তা প্রদানের জন্যে ডিজিটাল নিরাপত্তা আইনের গুরুত্ব এবং অপরিহার্যতা অপরিসীম। ডিজিটাল নিরাপত্তা আইন প্রনয়ণের কারণে দেশের সামাজিক নিরাপত্তা অনেক দিক দিয়ে বর্তমানে নিরাপত্তা নিশ্চিত হয়েছে ।
GULSHAN BRANCH
Office B2, House 06, Road 33, Gulshan-01,
Dhaka-1212
BARIDHARA DOHS OFFICE
2ND Floor, House 429, Road 7, Baridhara DOHS, Dhaka-1206